জাবিতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘গল্প নিয়ে গল্প’ তৃতীয় আসর

অতিথিদের সাথে চিরকুট সদস্যবৃন্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য সংগঠন চিরকুটের আয়োজনে গল্প নিয়ে গল্প এর তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ জুন) কলা ও মানবিকী অনুষদের ১১৭ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে আলোচ্য বই ছিল কবি ও কথাকার রায়হান রাইনের গল্পগ্রন্থ কথাপুষ্প।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোজাম্মেল হক বলেন, দার্শনিক গ্রামসীর মতে একজন ডাক্তার ও ইঞ্জিনিয়ার এর মাথায় দেশ ও সমাজ কীভাবে চলে সেই জ্ঞান থাকে না, থাকে যান্ত্রিক ও কারিগরি জ্ঞান। কিন্তু আমাদের দেশে আজ সেই জ্ঞানওয়ালা মানুষ আমাদের শাসন-শোষণ করে। অনৈতিক ব্যক্তিরা আমাদের নৈতিকতা শেখায়। বরং আমি মনে করি অধ্যাপক রায়হানের বই আমি পড়েছি। তাঁর এই গ্রন্থ নৈতিকতা শিক্ষার জন্য সকলের পাঠ্য হতে পারে।

গল্প নিয়ে গল্প ১ম আসরের পোস্টার

আলোচক হিসেবে অধ্যাপক শওকত হোসেন বইটির লিখনশৈলী নিয়ে বলেন, আমি কথাপুষ্প নামক গল্পের বইটি পাঠ করেছি। গ্রন্থটির লিখনশৈলী নীতিবচনীয় ধারার অর্থাৎ অনেক চিন্তার প্রকাশ অল্প কথায়। এখানে লেখক রায়হান রাইন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজ কথা যায় না বলা সহজে’ বিষয়টাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সহজ কথা সহজ ভাষায় বলেছেন। যে কারণে বইটি সবার জন্য সুখপাঠ্য।

গল্প নিয়ে গল্প ২য় আসরের পোস্টার

কবি তসলিম হাসান বলেন, আমাদের জীবন কি পূর্ণ নাকি অপূর্ণ? জীবনে সুখ কী ও কেমন? কথাপুষ্প আমাদের জীবনের এরকম নানা সংশয় ও প্রশ্নের উত্তর।

সাবেক ছাত্রনেতা রাফিকুজ্জামান ফরিদ বলেন, আমরা দেখি আজ সবখানে শুধু উন্নয়নের গল্প ও উদযাপন। দেখি সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আত্মহত্যা। দেখি সত্য ও মিথ্যার মিশ্রণ। এর সব বিষয়গুলো রায়হান রাইন স্যারের কথাপুষ্পে উঠে এসেছে।

চিরকুটের সাবেক সভাপতি অবেদুল্লাহ আল মাসুম’র সঞ্চালনায় সভাপ্রধানের বক্তব্যে অধ্যাপক আহমেদ রেজা কথাপুষ্পে সংকলিত গল্পগুলোর বিশ্বজনীনতা তুলে ধরেন। তিনি বলেন, গ্রন্থটি পড়ে দেখা যায় এর গল্পগুলো বৈশ্বিক বিভিন্ন জায়গা থেকে নেওয়া। তাতে যেমন দেশ-বিদেশের কথা আছে, বিভিন্ন ধর্মের গল্প আছে। এটি একটি অসীমান্তিক কর্ম বলে বিবেচিত হবে।

অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সীমা হক, চিরকুটের সাবেক সভাপতি হাসানুজ্জামিল মেহেদী সহ অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় কথাকার রায়হান রাইনকে চিরকুটের পক্ষ থেকে লেখক সংবর্ধনা দেওয়া হয়।

গল্প নিয়ে গল্প ৩য় আসর’র আহ্বায়ক মেহেদী মামুনের সমাপনী ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। উল্লেখ্য যে চিরকুট ২০১১ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন লিখেয়েদের নিয়ে কাজ করে আসছে।

গল্প নিয়ে গল্প তৃতীয় আসরের পোস্টার

Leave a comment