নাশের শহর আর স্বর্গের শূন্যতা |লিয়ন মাহমুদ

36846169_2183573348593283_2118780411625603072_n
১.
তারপর রোদ উঠে গেছে নাশের শহরে,
দরজা খুলতেই হা কোরে তাকিয়ে থাকে জিজ্ঞাসা –
পাখিটা উড়ে গেছে আকাশে, বেড়েছে মেঘেদের দখলদারিত্ব।
২.
আর কণ্ঠে বিস্মিত ডাকনাম,
বাতাস লাফিয়ে উঠে তার ইশারায় –
আয়ু’র বারান্দায় রাত জেগে কাটায় প্রিয় ঠোঁট।
৩.
মরে গিয়ে বোলছি বেঁচে থাকা শ্রেয় ছিলো প্রায়শ্চিত্তে,
প্রেম একটা অভিশাপ –
তুমি যদিও একটা স্বর্গ ;
ঈশ্বর যেখানে সমস্ত সৃষ্টিতে আমাকেই ভালোবাসতে জানেন।
৪.
এ শহরে আমার কেউ নাই, থাকে না।
বাতাস ডিঙিয়ে একা ভাসি,
আমার ভেতর ক্যান তুমি নাই?
৫.
যদিও পাখিটার খবর জানা নেই,
কি যেনো রঙ মেখে আকাশটা
আকাশই রয়ে গেলো।

One thought on “নাশের শহর আর স্বর্গের শূন্যতা |লিয়ন মাহমুদ

  1. কৃতজ্ঞতা প্রকাশ করছি….কলিজার টুকরা বন্ধু লিয়নের কবিতা গুলো প্রকাশ করার জন্যে

    Like

Leave a comment